কালীপূজো উপলক্ষে নরনারায়ণ সেবার আয়োজন। শনিবার রাতে মহাশক্তি ক্লাবের পরিচালনায় এই নরনারায়ণ সেবার আয়োজন করা হয় হবিবপুর ব্লকের আইহোর বক্সীনগর এলাকায়।
উল্লেখ্য, মাতৃশক্তি আরাধনায় ব্রতী হয়েছিল বক্সীনগর এলাকার মহাশক্তি ক্লাবের সদস্যরা। সেই মতো মায়ের আরাধনা সম্পন্ন করে। এরপর শনিবার রাতে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। নরনারায়ণ সেবা শুরু হয় সন্ধ্যা থেকে। প্রতিমা দর্শন করতে আসা বহু ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এদিন এই ভোগ বিতরণে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবব্রত মুখার্জি, অমৃত হালদার ও মহাশক্তি ক্লাবের প্রত্যেক সদস্যরা।